মোহম্মদ নাসিম – আন্দোলনের প্রতিকৃতি
চলে গেলে অন্ধকারে, না ফেরার দেশে। তোমার স্নেহের অগণিত সতীর্থদের ছেড়ে। জীবন অন্তিম ক্ষণেও শেষ কথাটা বললে না জাতিকে তোমার পূণ্য হাতে সারাটা জীবন বিলিয়েছ মানুষের কল্যাণে। অসীম মমতার এক ছায়া বন্ধনে, রেখেছিলে চির যতন করে অগনিত ভক্তবৃন্দকে। মানতে পারছি না আজ বিধাতার বিধান জাতির এই অপূর্ণ ক্ষতির শূন্যতা। তুমি এক নাসিম নও, তুমি ছিলে…