
আমির খানের মেয়ে ইরার বিয়ে
আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে আজ (বুধবার)। নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। আর আজ হচ্ছে বিয়ে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেছে। দু’জনের পোশাকেও ছিল মিল। শাড়ির রংআলাদা থাকলেও সাজ-পোশাক, স্টাইলে বেশ মিল ছিল। ইরার পরনে ছিল সাদা-কালো রঙের…