মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি আটক
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে অদ্য ১৩/০৭/২০২০খ্রিঃ দুপুর অনুমান ০২.২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাস এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া ৬নং রোড পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আরিফ আহমেদ (৩২), পিতা- আঙ্গুর উদ্দিন @ কয়ছর উদ্দিন, মাতা- শানু বেগম, সাং- বহর আ/এ, বিএডিসি, খাদিমনগর, থানা-…