এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ একজন গ্রেফতার
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ একজন গ্রেফতার করা হয়।২৮/১১/২০২০খ্রিঃ বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন গোয়াবাড়ী সাকিনস্থ ওয়াকওয়ে এবং তানজিম “স” মিল এর বিপরীত পাশে ব্রীজ সংলগ্ন খালি জায়গায় বিবাদী মোঃ জহির আহমদ (২৫), পিতা-সাইদুর রহমান, মাতা-মিনা বেগম, সাং-চড়েরবন, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-কুচারপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট সহ তাহার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট…