ভিকটিম শাবানা (১২) এর অভিভাবকের সন্ধান
০৫/০১/২০২১খ্রি: রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জনৈক ইকবাল হোসেন(২৫) অত্র দক্ষিণ সুরমা থানাধীন সিলাম চকের বাজারস্থ জনৈক কয়েছ মিয়ার ভাতের হোটেলের সামনে রাস্তার উপর অনুমান ১২ বছরের একজন মেয়েকে একা ঘোরাঘুরি করিতেছে দেখিতে পাইয়া নিরাপত্তার স্বার্থে তাহাকে দক্ষিণ সুরমা থানায় নিয়া আসেন। ভিকটিম কে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসা করিলে, সে তাহার নাম-শাবানা (১২), পিতা-জসিম উদ্দিন, সাং-খিদিরপুর,…