শনিবার রায়নগর সোনারপাড়া মসজিদে আসছেন আওলাদে রাসূল আশহাদ রশিদী
আগামী ২৭ মার্চ, শনিবার সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে আসছেন শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রাহ. এর দৌহিত্র, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আওলাদে রাসূল সায়্যিদ আশহাদ রশিদী দা.বা.। ওই দিন নাসিহা গ্রুপের পক্ষ থেকে বাদ মাগরীভ থেকে মাহফিল শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এতে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আওলাদে রাসূল আশহাদ রশিদী৷ পরে আসন্ন…