
বিশ্বনাথে খুনি সাইফুলের গ্রেফতার ও ফাঁসির দাবীতে উত্তেজিত জনতা
নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার গাগুটিয়া হযরত শাহ জালাল(রঃ)উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমেল (২০)হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিশ্বনাথ থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। থানার সামনে মাটিতে কাপন মোড়ানো সুমেলের লাশ রেখে মূহ শ্লোগান দেয় জনতা। আজ রবিবার সুমেলের লাশ ময়না তদন্ত শেষে বাড়ি নিয়ে যাওয়ার পথে থানার সামনে আসামাত্রই শত শত লোক জমায়েত…