
এসএমপি’র ট্রাফিক সভা অনুষ্ঠিত: মেনে চলুন সকল আইন-হবে না দন্ড হবে না ফাইন
ট্রাফিক পক্ষ জুন’২০২১ খ্রিঃ উপলক্ষে এসএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। “মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন।” “হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি।”আগামি ১৬/০৬/২০২১খ্রিঃ তারিখ হতে সিলেট মহানগর এলাকায় ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কর্তৃক “ট্রাফিক পক্ষ জুন’২০২১খ্রিঃ” পালন করা হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে, ট্রাফিক আইন মানতে এবং…