সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণে দুর্নীতি : ধসে পড়ছে গরীবের ঘর
স্টাপরিপোটার: বিশ্বনাথ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ান প্রকল্পের ঘর নির্মাণে চরম অনিয়ম,দুর্নীতির মাধ্যমে গরীবের ঘর ঘর নির্মাণের টাকা আত্নসাত করা হয়েছে।মুজিববর্ষে ভূমিহীনদের জন্য দুই শতাংশ জমির উপর আধাপাকা ঘর তৈরী করে দেয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী। একটি ঘরের ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে,১লাখ ৭১ হাজার টাকা।এ উপজেলায় ইতিবধ্যে ১৮৫ ঘর ভূমিহীনদের সমজিয়ে দেয়া হয়েছে। ৮০টি ঘরের…