কাউপুর গ্রামে কন্দাল ফসল চাষে মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কন্দাল ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। এই ফসল উন্নয়নের আওতায় মঙ্গলবার মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। স্থানীয় রামপাশা ইউনিয়ন কাউপুর গ্রামের মসজিদের মোতায়ল্লী আব্দুল রৌফ (রুপন) এর বাড়িতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। যুব সংগঠক ও কৃষক মো. আব্দুল বাতিনের সভাপতিত্বে উপসহকারী…