
আগমন ( মুহিত খান)
কবিতাটি লিখেছেন: মুহিত খান কবিতা: সব লুটিয়ে যাচ্ছে মুছে রক্ত পানে মেতেছে সবে ছিন্ন ভিন্ন করছে সবই তুই কি আবার আসবি নাকি? কুলি মজুর খাচ্ছে লাথি রক্তে আবার ভিজছে মাটি ইটের কোণে কাঁন্না ভাসে তুই কি আবার আসবে নাকি? প্রসূতি আজ ব্যাথায় কাঁদে কসাই খানা নতুনপুরী সবকিছু আজ বক্ষে বিধে চুপি স্বরে তবুও তুই সত্যি…