
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বরিশালের পিয়াসের বাসায় নির্বাক
বরিশাল বিভাগ: নেপালের কাঠমন্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের বরিশাল নগরীর আব্দুল গফুর সড়কের বাসায় চলছে শোকের মাতম। পিয়াসের গ্রামের বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামে। পিয়াস রায়ের মা পূর্ণিমা রায় বিলাপ করে জানায়, পিয়াস ভ্রমন করতে পছন্দ করে। নেপালে তার বন্ধুরা রয়েছে। এর আগেও দেশের বাইরে ঘুরতে গেছে পিয়াস। নেপালের…