
জাতীয় দলের হয়ে খেলার জন্য আশরাফুলকে পাপন ৩টি শর্ত দিলেন
ডেস্ক অনলাইন নিউজ : আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলকে আবার বাংলাদেশের জার্সিতে দেখতে চাওয়া ক্রিকেট ভক্তের সংখ্যা, হতাশা, আক্ষেপ আর অপেক্ষার দিন ফুরোতে খুব বেশী বাকি নেই বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের। যার ব্যাটের ঝিলিকে, কার্ডিফে প্রতাপি পন্টিংয়ের দাপুটে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব গাথা রচিত, ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জয় সহ যিনি এক সময় একা…