স্বাধীনতার সূর্য
এম এ বাসিত আশরাফ পরাধীনতার অন্ধকার ঘুচিয়ে আসে স্বাধীনতার সূর্য আত্মপ্রকাশ করে লাল সবুজের একটি দেশ; আমরা লাভ করি জাতীয়তা — একটি পরিচয়, একটি পরিবেশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় সোনার বাংলাদেশ। স্বাধীনতা! সেই ১৯৭১ সালের ২৬শে মার্চের অশ্রুপাত আগ্নিঝরা রক্তমাখা দিন গুলোর শক্তি প্রভাত ! তোমার অর্জন দেখিনী কিন্তু অনুভব করেছি হৃদয়ের গভীর থেকে…