বার্সেলােনা সাবমেরিন উপহার দিলেন : ইনিয়েস্তাকে
ডেস্ক নিউজ : মৌসুম শেষ হলেই নামের পাশে জুড়বে বিদায়ী বিশেষণ। তার আগে ক্লাবের জার্সিতে আন্দ্রে ইনিয়েস্তার হাতে রয়েছে আরও দুই ম্যাচ। ‘লা-লিগায় লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে বার্সেলোনা। ২০ মে সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বার্সেলোনা ক্লাবের হয়ে অবসর নেবেন আন্দ্রে। তার আগে অবশ্য বিদায়ী উপহার পেয়ে গেলেন তিনি।’ ‘বুধবার রাতে নূ-ক্যাম্পে ভিয়ারিয়াল…