
সমুদ্র পাড়েই মৃত তিমির
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত তিমি, তা সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। তিমিটির মরদেহ সাগর পাড়েই মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষজ্ঞদের ধারনা, অন্তত ১০ দিন আগে গভীর বঙ্গোপসাগরে তিমিটি মারা যায়।” “সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায়, তিমি’র মরদেহটি মাটিচাপা দেয়ার প্রস্তুতি চলছে। ৫০ ফুটের বেশি দীর্ঘ তিমিটির জন্য দিনভর গর্ত খোঁড়েন শ্রমিকরা।…