
চুয়াডাঙ্গায় নজরুল
চুয়াডাঙ্গা’র কার্পাসডাঙ্গায় করতো ইংরেজ শাসন, চতুর্দিকে অবিচার আর অন্যায়েরই ভাষণ। গুটি গুটি দু’পায়েতে- চুপি চুপি এ গাঁয়েতে- হর্ষপ্রিয়’র আট চালাতে পেল কবি আসন, মিষ্টি কথার ছড়িয়ে ঘ্রাণ- বাঙালীদের জাগাল প্রাণ- গান কবিতা গল্প লিখে ভাগাতে দুঃশাসন। কমল মাটি গায়ে মেখে- স্মৃতির ফ্রেমে ছবি এঁকে- বুকের প্রেমে হৃদয় ঢেলে করল সবার আপন, সুবাতাসে ডানা মেলে- মুক্ত…