থাই গুহায় ১৩ জনের সাথে তিন দিন কাটিয়েছিলেন -ডাক্তার হ্যারিস
থাইল্যান্ডে চিয়াং রাইয়ের গুহায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধারের আগে তাদের সাথেই কয়েকটি দিন গুহার মধ্যে কাটিয়েছিলেন অস্ট্রেলিয়ান ডাক্তার রিচার্ড হ্যারিস। তিনি গুহার মধ্যে তিন দিন কাটিয়েছেন, আটকে পড়াদের স্বাস্থ্যের তত্বাবধান করেছেন। তাদের উদ্ধারের জন্য তৈরি করেছেন। এর পর সবার শেষে যারা গুহা থেকে বের হয়েছেন – তাদেরও একজন ছিলেন এই ডাক্তার।’ তারই নির্দেশনা অনুযায়ী…