ভিসা জটিলতায় পরী মণি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মণি। দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক করতে চলেছেন টলিউডেও। গত মার্চ-এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে এখনও বাকি ডাবিং। আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে পরী মণি বললেন, ‘আমার…