মারা গেছেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর
মারা গেছেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। খবর ভ্যারাইটির। অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে ক্রিস লারকিন ও টবি স্টিফেনস। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি দুই ছেলে ও পাঁচ…