
দেশের ফুটবল সমর্থকরা পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ
একদিনের ব্যবধানেই যেন দেশের ফুটবলের নজরটা সরে গেল পুরোপুরি। গতকাল যেখানে সবকিছুর নিউক্লিয়াস হয়ে ছিলেন হামজা চৌধুরী, আজ সেখানে চলে এলেন ফাহমিদুল ইসলাম। ইতালির ৪র্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওতে খেলা এই তরুণ ফুটবলারকে ডাকা হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের সৌদি ক্যাম্পে। সেখানেই হাসিখুশি অবস্থায় তাকে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। তবে ফাহমিদুলকে নিয়ে বিস্ময়ের শুরু সকাল থেকে।…