
হোটেল রুম-মাঠ নিয়ে শিলংয়ে হচ্ছে কি, বিরক্ত বাংলাদেশ দল, বিভ্রাট নাকি কৌশল?
২৪ ঘন্টার একটু বেশি সময় কেটে গেছে, অনেক ঘটনা ঘটেছে। সেগুলো জানতে হলে, আমাদের বিকেলের শুরু থেকেই শুরু করতে হবে। ফ্লাইট , ঢাকা, কলকাতা, কলকাতা, শিলং। ৬ ঘন্টা যাত্রার পর শেষ। যখন শিলং পৌঁছায়, তখন ফুটবলাররা দেখতে পায় যে ১৬টি লাগেজ নেই। তার মানে, লাগেজ এখনও আসেনি। লাগেজগুলো ঢাকায় আটকে আছে, অথবা তা কলকাতা থেকে…