
মেয়ে হওয়ার আনন্দে ৫০ হাজার টাকার ফুচকা ফ্রি খাওয়ালেন দোকানি
কন্যাসন্তানের জন্ম দিলে মাকে এখনো অনেক পরিবারে কটু কথা শুনতে হয়। অনেক ক্ষেত্রে পুরুষরাও নিজের কন্যাসন্তানকে মেনে নিতে না পেরে স্ত্রীকে দোষারোপ করে থাকেন। এমনকি শিশুকন্যা হত্যার ঘটনাও প্রায়ই ঘটে। সেই ভারতে নজির গড়েছেন একজন ফুচকা বিক্রেতা। ভূপালের ওই ফুচকা বিক্রেতা কন্যাসন্তানের জন্মের খুশিতে বিনা মূল্যে ফুচকা খাইয়েছেন। ফুচকা খাওয়াতে ৫০ হাজারেরও বেশি টাকা খরচ…