![মাহিয়া-মুক্তা আজও আনসার আলীর অপেক্ষায়](https://www.shuddhobarta24.com/wp-content/uploads/2021/08/308192.jpeg)
মাহিয়া-মুক্তা আজও আনসার আলীর অপেক্ষায়
‘ওই দিন ফোন করে ঢাকায় পৌঁছার কথা জানিয়েছিলেন তিনি। ইলিয়াস আলীর সঙ্গে আছেন জানিয়ে বলেছিলেন বাসায় গিয়ে ফোন দেবেন। মাত্র ৫০ সেকেন্ডের সেই ফোন কলটি ছিল আমার সঙ্গে শেষ কথা। এখনো আশায় আছি, একটি ফোন পাব, তাঁকে ফিরে পাব। এ ছাড়া আমাদের আর কোনো সান্ত্বনা নাই।’ কথাগুলো ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর স্ত্রী মুক্তা…