![রায়হান হত্যা: এক সাক্ষীর আত্মহত্যা, আরেকজনকে হুমকি নেপথ্যে কী?](https://www.shuddhobarta24.com/wp-content/uploads/2021/05/raihan.jpeg)
রায়হান হত্যা: এক সাক্ষীর আত্মহত্যা, আরেকজনকে হুমকি নেপথ্যে কী?
সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে হেফাজতে থাকা অবস্থায় রায়হান আহমদ নামে এক যুবকের হত্যা মামলার ঘটনার অন্যতম সাক্ষী চুলাই লাল ‘আত্মহত্যা’ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত এই খবরটি নির্দ্বিধায় মেনে নিতে কষ্ট হয় যখন সংবাদের পরের লাইনেই লেখা হয়, এই মামলার আরেক সাক্ষী হাসানকে সাক্ষ্য না দিতে ‘হুমকি’ দেওয়া হচ্ছে। একজন সাক্ষীকে সাক্ষ্য না দিতে হুমকি দেওয়ার…