সিলেটে ‘চাঁন্দের হাটে’ ২ টাকায় শীতের পোশাক
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার বেলা আনুমানিক ৩ টা। সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় শীতের পোশাক বিক্রির অস্থায়ী এক দোকানকে ঘিরে পথশিশুদের ভিড়। এগিয়ে গিয়ে দেখা যায়, মাত্র ২ টাকায় বিক্রি হচ্ছে পছন্দের শীতের পোশাক। যার আয়োজক ‘নিঃস্বার্থ পরিবার’। দোকানের নাম ‘চাঁন্দের হাট’। কথা বলে জানা যায়, গত চার বছর থেকে ‘নিঃস্বার্থ পরিবার’ নামক সংগঠনের কিছু উদ্যোমী তরুণ…