টানা ২ হারে বাংলাদেশের বিদায়
শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দলএসিসি টুর্নামেন্টের নাম ইমার্জিং বা উদীয়মানদের এশিয়া কাপ হলেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, এমন ৮ খেলোয়াড়কে পাঠিয়েছে বিসিবি। তবু প্রত্যাশার ধারেকাছে যেতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। আফগানদের পর লঙ্কানদের কাছেও হেরে তাওহিদ হৃদয়–মোহাম্মদ নাঈম–আকবর আলীরা বিদায় নিলেন গ্রুপ পর্ব থেকেই। ওমানের রাজধানী মাস্কাটের আল…