বাবার ভালোবাসা বুঝার আগেই এতিম হয়ে গেল শিশু তাসকিয়া
চট্টগ্রাম আদালত এলাকার অদূরে ইসকন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দেড় বছরের শিশুকন্যা মাসুরা ইসলাম তাসকিয়া জানে না তার বাবা বেঁচে নেই। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নিহত আইনজীবী সাইফুলের বাসায় গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। বাসায় মা-স্ত্রী, আত্মীয়-স্বজন রয়েছেন। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের কান্না। প্রতিবেশীরাও তাদের আহাজারিতে বাকরুদ্ধ…