লকডাউনের ১ম দিনে এসএমপি’র কার্যক্রম
দেশব্যাপী লকডাউনের ১ম দিনে এসএমপি’র ট্রাফিক বিভাগ মহানগরীর ছয়টি প্রবেশ পথে তেমুখী, কোম্পানিগঞ্জ বাইপাস, বটেশ্বর, অতিরবাড়ি(ঢাকা-সিলেট) মহাসড়ক, শ্রীরামপুর, প্যারাইরচক পয়েন্টে চেকপোস্ট পরিচলনা করে। এসএমপির সকল থানায় এসময় সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউন কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য মহানগরীতে দিবা রাত্র মাইকিং করা চলমান রয়েছে এবং লকডাউনে সরকার ঘোষিত নির্দেশনা সমূহ সর্বাবস্থায় কার্যকরকরণে সার্বক্ষণিক পুলিশি ডিউটি…