‘নয়া দামান’ উন্মাদনায় গান নিয়ে সিলেটী তসিবার যে আক্ষেপ
আইলারে নয়া দামান আসমানেরও তেরা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া/ দামান বও দামান বও।’ সিলেটী আঞ্চলিক ভাষায় প্রচারিত গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই পুন:জাগরণের নেপথ্যে রয়েছেন সিলেটেরই এক তরুণী। গানের সঙ্গে সেই তরুণীও এখন সবার পরিচিত। তিনি তসিবা বেগম। সদ্য এইচএসসি পাস করেছেন তসিবা। গান গাইতে ভালো লাগলেও শেখা হয়নি কখনো। তবে…