
‘ডিনারে’ নিয়ে রাত কাটানোর প্রস্তাব দিতো
গত বছরের শেষ দিকে বলিউডে #MeToo ঝড়ে বেসামাল হয়ে পড়ে ইন্ডাস্ট্রি। এরপর একে একে অনেকেই তাদের সঙ্গে হওয়া যৌন হেনস্তার ঘটনা নিয়ে সরব হন। তবে এবার অভিনেত্রী শার্লিন চোপড়া যা বললেন, তাতে হয়তো অনেকেই চমকে উঠবেন। বলিউডের যৌন ইঙ্গিতের ‘কোড’ শব্দই ফাঁস করে দিলেন শার্লিন। তার দাবি, সাধারণ মানুষের কাছে ‘ডিনার’ শব্দের অর্থ নৈশভোজ হলেও…