
রিয়াল মাদ্রিদের জয় বার্সেলোনার চিন্তার কারণ নয়তো?
লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র ও দিয়াজ। লা লিগায় এসপানিওলের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয়, কোপা ডেল রেতে জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়। আজ আবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়। কোপা ডেল রে-এর এল ক্লাসিকোর আগে রিয়ালের দুর্দান্ত ফর্ম…