
কোহলির মতোই বাবর?
পাকিস্তান কোচ মিকি আর্থার মনে করেন, নিকট ভবিষ্যতে শীর্ষ ব্যাটসম্যানদের একজন হবে বাবর আজম। তবে বিরাট কোহলির মতো হতে একটু সময় লাগবে। অতীতে অসংখ্যবার আর্থার বলেছেন, কোহলির মতোই ভালো বাবর। তবে এ যাত্রায় বন্দুকের নলাটা ঘুরিয়ে নিলেন তিনি। পাকিস্তান কোচ বললেন, আমি মনে করি, শিগগির সব ফরম্যাটে সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন হবে বাবর। দুই বছর…