একটি শিরোপাও ছাড় দেবে না বার্সা
প্রথম লিগে হেরে ফিরে আসার রেকর্ড আছে বার্সেলোনার। বছর দুই আগে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে পিএসজির কাছে চার গোলে হেরে দমে যায়নি তাঁরা। ফিরতি লেগে ৬-১ গোলের অবিশ্বাস্য এক জয়ে শেষ আটে উঠে গিয়েছিল তাঁরা। এবার কোপা ডেল রে টুর্নামেন্টেও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলেননি মেসিরা দলটা যে বার্সেলোনা। সব ট্রফির জন্যই তাঁরা…