ঢাকা বলেই স্বস্তিতে চিটাগং ভাইকিংস
বারের বিপিএলে কাগজে কলমে চিটাগং ভাইকিংসের চাইতে বেশ এগিয়ে ঢাকা ডায়নামাইটস। কাইরন পোলার্ড, সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাইয়ের মতো বিগ হিটাররা দলে আছেন। এ ছাড়াও সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছেন দলের নেতৃত্বে। কিন্তু তারপরেও নামের সুবিচার করতে দেখা যায়নি দলটিকে। টুর্নামেন্টে উড়ন্ত শুরু করা দলটির পারফরমেন্স গ্রাফ হঠাৎ করেই এতটা নিম্নমুখী হয়ে…