লিভারপুলের টানা হোঁচটে ম্যানসিটির হাতছানি
প্রিমিয়ার লীগের শিরোপা দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে আত্মবিশ্বাস জোগালো লিভারপুল! টানা দুই ম্যাচ হোঁচট খেয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির চেয়ে এখন মাত্র ৩ পয়েন্টে এগিয়ে অল রেডরা। নিজ মাঠে লেস্টার সিটির মঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর সোমবার ওয়েস্টহ্যামের মাঠ থেকেও ১-১ গোলের ড্র নিয়ে ফেরে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আর লিভারপুলের টানা হোঁচটে ম্যানসিটির সামনে গত…