সুমেশ্বরীতে নৌকাডুবি, আটকেপড়া সেই শ্রমিকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের ধর্মপাশার সুমেশ্বরী নদীতে মালবাহী বাল্কহেডডুবির (বড় স্টিলবডি নৌকা) ঘটনায় আটকেপড়া সেই নৌ শ্রমিক মাসুক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধর্মপাশা নৌপথে মোহনা সানবাড়ির সন্নিকটে নদী থেকে নৌশ্রমিক মাসুকের লাশ উদ্ধার করা হয়। মাসুক জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসিপুর গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। গত সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের সানবাড়ি বাজারসংলগ্ন সুমেশ্বরী…