যে অযথা সন্দেহ করে না সেই ভালো প্রেমিক: বুবলী
সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ঢালিউডে রোমান্টিক ঘরানার ছবিতে নায়িকা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী তিনি। একজন নিউজ প্রেজেন্টার থেকে সিনেমায় এসে অল্প সময়েই পাকাপোক্ত আসন করে নিয়েছেন এ নায়িকা। নিজ গুণেই বুবলী এতদূর এসেছেন। আবেদনময়ী চেহারা, চাঞ্চল্য, দারুণ অভিনয় গুণ, গ্ল্যামার- কী নেই এই সুদর্শনীর। প্রেমের ছবিতে বুবলীর জুটি মেলা ভার। বুবলী যে কয়টি ছবি করেছেন তার…