সিলেট শিবগঞ্জ খরাদিপাড়ায় যুবক খুন
সিলেট নগরীর শিবগঞ্জ খরাদি পাড়া এলাকায় এক শ্রমিক খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে খরাদিপাড়া বৈশাখি ১০৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক মেজবাউল হক (৫৫) সুনামগঞ্জের ছাতক উপজেলাল সৈদেরগাওয়ের মৃত মুস্তাক হোসেনের ছেলে। মেজবাউল খরাদি পাড়ার একটি তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন।এলকাবাসী সু্ত্রে জানা যায়- বুধবার রাত সাড়ে ১১টার দিকে বৈশাখি ১০৬ নম্বর বাসায়…