প্রেম নয়, শুধু্ই বন্ধুত্ব
সঙ্গীত তারকা লেডি গাগা। প্রথমবার অস্কার জয়ের পর থেকেই আলোচনায় তিনি। তবে গাগা একা নয়, তার নামের সঙ্গে জড়িয়ে আছে ব্রাডলি কুপারের নামও। সম্প্রতি দুজনের মেলবন্ধনে ‘শ্যালো’ গানটি জয় করেছে অস্কার পুরস্কার। অস্কারের মঞ্চে দু’জনের চোখ ধাঁধানো পারফরম্যান্স সবার দৃষ্টি কেড়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে গুঞ্জন।কিছু দিন ধরেই সংবাদপত্রের শিরোনামে উঠে আসছে তাদের নাম। গুঞ্জন রটেছে- প্রেম করছেন লেডি গাগা। দু’জনের…