আখেরি মোনাজাতে শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস সম্পন্ন
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস সম্পন্ন হয়েছে। বুধবার ফজরের নামাজের আগে এই আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার ভক্ত আশেকান। মোনাজাতের পর শিরনি বিতরণ করা হয়। মাজারে গিলাফ ছড়ানো, পশু জবাই, রাতে মিলাদ মাহফিল, জিকির, ভক্তিমূলক গজল পরিবেশন ছিল ওরসের অন্যতম অনুসঙ্গ। ওরস কেন্দ্র করে দু’দিন জিকির-আজকারে মাতোয়ারা ছিলেন ভক্ত-আশেকানরা। ওরস…