সিলেট উপশহরে আগুনের গুজব
গতকাল শনিবার রাত ১০টায় ফায়ার সার্ভিসকে ফোন করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে একটি নাম্বার।ফোনে উপশহরের একটি ঠিকানা দিয়ে জানানো হয় আগুন লেগেছে। ফোন পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। অনেক খুঁজলেও আগুনের কোন দেখা নেই উপশহর এলাকায়। ফিরে যায় ফায়ার সার্ভিসের দলটি।এ ব্যপারে ফায়ার সার্ভিস সিলেটের উপ পরিচালক মো….