৭৪ বছর বয়সে মা হয়ে বিশ্ব রেকর্ড
অনলাইন ডেস্ক : মা হওয়ারও বয়স থাকে। খুব কম বয়সে যেমন মা হওয়া যায় না, আবার বেশি বয়সে বিশেষ করে ৫০ বছর বয়সের পরেও সাধারণত একজন নারী চাইলেও মা হতে পারেন না। তবে এবার ভারতীয় নারী এরামত্তি মনগম্মা ৭৪ বছর বয়সে শুধু সন্তান জন্ম দিলেনই না, মা হওয়ার বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি।ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্তুরের বাসিন্দা…