
অনিল কাপুরকে কাছে টেনে নিলেন ঊর্বশী
অনলাইন সংস্করণ :শ্যুটিং শেষ হয়েছে সবে সবে। ফলে বর্তমানে প্রমোশনে ব্যস্ত টিম পাগলপন্থি। সিনেমার প্রমোশনের জন্য এবার একসঙ্গে দেখা গেল অনিল কাপুর এবং ঊর্বশী রউতেলাকে। মুম্বইয়ের একটি হোটেলে সম্প্রতি পাগলপন্থির প্রমোশন শুরু করেন অনিল কাপুর, ঊর্বশী রউতেলা, জন আব্রাহাম এবং ইলিয়ানা ডিক্রুজ। প্রমোশনের সময়ই অনিল কাপুরের সঙ্গে পোজ দিতে দেখা যায় ঊর্বশী রউতেলারকে। লাল রঙের…