আমি ছাত্রলীগের একজন সাধারণ কর্মী
নাজমুল ইসলাম : শুভ জন্মদিন, বছর ঘুরে জীবনে আবারো ফিরে এলো সেইদিন,আবারো অসংখ্য অগণিত মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় এই সাধারণ ছেলেটার ভুবন পূর্ণ,ছাত্রলীগের হাজারো নেতাকর্মীর অকুণ্ঠ ভালোবাসা হৃদয় ছুঁয়েছে প্রতিনিয়ত, আমি ছাত্রলীগের কোনো পর্যায়েই নেতা ধরণের কিছুনা,ছাত্রলীগের একেবারে সাধারণ কর্মীদের মধ্য আমিও একজন,পদপদবী বলতে বহু বছর পূর্বে জেলা শাখার সদস্য পদটুকুই আমার পরিচয়, এর পর সুরমা…