সিলেট পেঁয়াজময় দিন, লবণময় রাত
দুটি নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ আর লবণ নিয়ে সোমবার সিলেটে যা ঘটে গেলো একে রীতিমত তুঘলকি কাণ্ডই কলা চলে। সোমবার সকাল থেকে নগরীতে ছিলো টিসিবির পেঁয়াজ বিক্রয় নিয়ে হুলস্থূল। বিকেল হতে পেঁয়াজের স্থান দখল করে নেয় লবণ। লবণ নিয়ে একেবারে লঙ্কাকাণ্ড ঘটে যায় সিলেটে। নগরী ছাড়া লবণকেন্দ্রীক গুজব ছড়িয়ে পড়ে বিভাগময়।ফলে একদিনের মধ্যেই পেঁয়াজের ঝাঁঝ আর…