
IPL 2020: নিলামের পর কোন দল কেমন হল, এক নজরে
তড়িঘড়িই শেষ হয়ে গেল Indian Premier League 2020 –এর নিলাম। যেখানে সর্বোচ্চ মূল্য উঠল ১৫.৫ কোটি। যা নিয়ে গেলেন প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্স (KKR) দীর্ঘ টানা-পড়েনের পর তাঁকে কিনে নিলেন। এর মধ্যেই চমকে দিলেন পীযুশ চাওলা। তাঁকে ৬.৭৫ কোটিতে কিনে নিল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সব দল মিলে ৭৩টি জায়গা থাকলেও এই নিলাম…