তালাক দিল মাতাল ছেলে, ধর্ষণ করল শ্বশুর
যৌতুকের জন্য নির্যাতিত হয়ে আসছিলেন গৃহবধূ। অপরগতায় পেলেন মদ্যপ স্বামীর তালাক। এই অবস্থায় যখন তিনি দিগ্বিদিক জ্ঞনশূন্য, নেমে এল বিভীষিকা। শিকার হলেন শ্বশুর ও তার এক আত্মীয়ের গণধর্ষণের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের রাজস্থানের আলওয়ার জেলার চোপানাকি গ্রামে গণধর্ষণের এ ঘটনা ঘটে। মাথায় বন্দুক ঠেকিয়ে ২৫ বছর বয়সী ওই গৃহবধূকে…