হায়দরাবাদের পশুচিকিতক ধর্ষণকাণ্ডে ঘটনার অদূরেই মিলল আরও এক দগ্ধ মহিলার দেহ
হায়দরাবাদের শামশাবাদে মহিলা পশুচিকিত্সককে ধর্ষণ এবং পুড়িয়ে খুন ঘটনায় আঁতকে উঠেছে খোদ পুলিস ডিপার্টমেন্ট। এই ঘটনাকে ‘ভয়াবহ এবং বর্বরাচিত’ বলে ব্যাখ্যা করেছে পুলিস। এই ঘটনার তদন্তের মধ্যে প্রায় একই জায়গায় মিলল আরও এক মহিলার দগ্ধ দেহ। প্রথম ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে কোনও লিঙ্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে তেলেঙ্গানা পুলিস। সাইবারবাদ…