মেয়ের সঙ্গে গান গাইছেন রোহমান, ভিডিয়ো শেয়ার করলেন সুস্মিতা সেন
রোহমান শলের সঙ্গে গান গাইছে রিনি৷ সেই ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন (Sushmita Sen) সুস্মিতা সেন৷ প্রাক্তন বিশ্ব সুন্দরীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুস্মিতার মডেল বন্ধু রোহমানের সঙ্গে গান গাইছেন রিনি৷ রোহমান যখন হাতে গিটার নিয়ে গাইতে শুরু করেন, তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দেওয়া শুরু করেন রিনি৷ তবে গানের মাঝে আচমকাই কথা ভুলে…