এবার সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা
অনলাইন ডেস্ক: কাসেম সোলাইমানির হত্যার শোক কাটিয়ে উঠার আগেই খুন হলেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি। তিনি রেভল্যুশনারি গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার এবং সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। মোজাদ্দামি আইআরজিসির বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্সের মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানের অভ্যন্তরীণ যেকোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার…